News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩১, ২১ অক্টোবর ২০২৫
আপডেট: ১১:৩১, ২১ অক্টোবর ২০২৫

চীন ও যুক্তরাষ্ট্রে আইফোন ১৭ বিক্রিতে রেকর্ড

চীন ও যুক্তরাষ্ট্রে আইফোন ১৭ বিক্রিতে রেকর্ড

ছবি: সংগৃহীত

চীন ও যুক্তরাষ্ট্রে অ্যাপলের আইফোন ১৭ সিরিজের বিক্রি আগের বছরের আইফোন ১৬-কে ছাড়িয়ে গেছে। নতুন সিরিজ বাজারে আসার প্রথম ১০ দিনে দুই দেশেই বিক্রি বেড়েছে প্রায় ১৪ শতাংশ। 

গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, আইফোন ১৭ মডেলের একক বিক্রি ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা চীনে প্রায় দ্বিগুণ।

আইফোন ১৭-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার, আগের বছরের মডেলের সমান। উন্নত ক্যামেরা, ফাস্ট চিপ, উন্নত ডিসপ্লে ও বাড়তি স্টোরেজের কারণে ক্রেতাদের আপগ্রেড আগ্রহ বেড়েছে।

নতুন সিরিজের সফলতার কারণে অ্যাপলের শেয়ারমূল্য সোমবার ৪.২ শতাংশ বেড়ে ২৬২.৯ ডলারে দাঁড়িয়েছে। কোম্পানির বাজারমূল্য প্রায় ৩.৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছে, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ নির্মাতা এনভিডিয়া।

বিশ্লেষকেরা বলছেন, চীনে অনলাইনে অর্ডার শুরু হওয়ায় ডিসেম্বর ত্রৈমাসিকে বিক্রি আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও অ্যাপল দাম অপরিবর্তিত রাখায় বাজারে আস্থা ফিরে এসেছে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখের বেশি ভিডিও সরালো টিকটক

অ্যাপল সেপ্টেম্বর মাসে আইফোন ১৭ সিরিজ উন্মোচন করে, যার মধ্যে নতুন আইফোন এয়ার মডেলও ছিল। বিশ্লেষকদের মতে, চীনা বাজারে প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও বিক্রির গতি প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়