News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৭, ২০ অক্টোবর ২০২৫
আপডেট: ১৩:৫৭, ২০ অক্টোবর ২০২৫

আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন: তৌহিদ আফ্রিদি

আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন: তৌহিদ আফ্রিদি

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখিয়েছে আদালত।

সোমবার (২০ অক্টোবর) সকালে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আদেশ দেন।

আদালত কক্ষে নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে তৌহিদ আফ্রিদি বলেন, “আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন।” এ সময় তিনি হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিহিত অবস্থায় ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, রবিবার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া খান তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই ‘জুলাই আন্দোলন’ চলাকালে মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় নামে এক তরুণের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তার দুই চোখ অন্ধ হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান।

আরও পড়ুন: অস্ত্র মামলায় সুব্রত বাইনসহ ৪ জনের বিচার শুরুর আদেশ

পরে ওই বছরের ২০ নভেম্বর দুর্জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নাম উল্লেখ করে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়