News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৬, ২২ অক্টোবর ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি-পি.টি ও সাইবার সতর্কতা বাধ্যতামূলক

শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি-পি.টি ও সাইবার সতর্কতা বাধ্যতামূলক

ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি বাধ্যতামূলক করেছে। একই সঙ্গে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের জন্য নিয়মিত অ্যাসেম্বলি এবং পিটি (শারীরিক প্রশিক্ষণ) বাধ্যতামূলক করেছে। একই সঙ্গে বছরে পর্যায়ক্রমে ক্রীড়া কার্যক্রম আয়োজনের নির্দেশও দেওয়া হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মাউশির আওতাধীন সব কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) ও সংশ্লিষ্ট শিক্ষা অফিসে ক্লাস শুরুর আগে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি আয়োজন নিশ্চিত করতে হবে। 

এছাড়া, যেসব প্রতিষ্ঠানে ক্যান্টিন বা অন্যান্য মাধ্যমে খাবার সরবরাহ করা হয়, সেখানে খাদ্যসমগ্রী অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে এবং তা প্রতিষ্ঠানপ্রধান নিশ্চিত করবেন।

আরও পড়ুন: স্কুল-কলেজ কমিটির সভাপতি পদে ‘সরকারি কর্মকর্তার’প্রজ্ঞাপন স্থগিত

একই দিনে মাউশি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক ও অন্যান্য) ব্যবহারে সতর্ক থাকার নির্দেশও দিয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এবং ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ মেনে চলা বাধ্যতামূলক। আদেশ অমান্য করা আচরণ বিধি লঙ্ঘনের সমতুল্য এবং অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর।

অধিদপ্তর নির্দেশ দিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপযুক্ত পোস্ট, মন্তব্য বা শেয়ার থেকে বিরত থাকতে হবে এবং সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

উক্ত নির্দেশনা দেশের সব সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধানদের কাছে প্রেরণ করা হয়েছে, যাতে তারা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা নিশ্চিত করতে পারেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়