News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৭, ২০ অক্টোবর ২০২৫

কালো কাপড় বেঁধে পদযাত্রা, শিক্ষকদের নতুন কর্মসূচি

কালো কাপড় বেঁধে পদযাত্রা, শিক্ষকদের নতুন কর্মসূচি

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় তারা মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করবেন।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। 

তিনি বলেন, আজ থেকে কর্মসূচি আমরণ অনশনে নিয়ে গেছি। ইতোমধ্যে আমাদের চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এখানে প্রায় সবাই অসুস্থ। এ আমরণ অনশনের মাধ্যমে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায় দায়িত্ব শিক্ষা উপদেষ্টা সি‌আর আবরারকে নিতে হবে।

অধ্যক্ষ আজিজী আরও বলেন, আপনারা যদি আবরার সাহেবের কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, সারা দেশ থেকে লং মার্চ করে আপনার অফিস তালা দেওয়া হবে। আমরা আবরারের কোনো সিদ্ধান্ত মানি না। আবরারকে উপদেষ্টা মানি না। যদি আবরার পারে, তাহলে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে। আর নয়, তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।

আরও পড়ুন: ৫% বাড়িভাড়া প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন অব্যাহত রাখবেন শিক্ষকরা

তিনি জানান, যারা শহীদ মিনারে অংশগ্রহণ করতে পারবেন না, তারা প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টায় জেলা ও উপজেলা সদরে অবস্থান নেবেন।

শিক্ষকরা সোমবার (২০ অক্টোবর) নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন। 

সমাবেশে বক্তারা বলেন, বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির তিনদফা দাবি মেনে না নিলে তারা শ্রেণিকক্ষে ফেরত যাবেন না। একই সঙ্গে সকল শিক্ষকের প্রশিক্ষণ থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এর আগে রবিবার (১৯ অক্টোবর) অষ্টম দিনের কর্মসূচিতে শিক্ষকদের ভুখা মিছিল শিক্ষাভবন অভিমুখে পুলিশের বাধার মুখোমুখি হয়। ওই সময় শিক্ষক নেতারা আমরণ অনশন এবং সর্বাত্মক কর্মবিরতির ডাক দেন। অর্থ বিভাগ বেতন বাড়িতে ৫ শতাংশ বাড়ি ভাড়ায় অনুমতি দিলেও শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, আন্দোলন প্রজ্ঞাপন না আসা পর্যন্ত চলবে। আন্দোলনের সঙ্গে বিএনপি, গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়