অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাউশি’র সতর্কতা

ফাইল ছবি
সাম্প্রতিক সময়ের একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সতর্ক হয়েছে শিক্ষা প্রশাসন। দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রবিবার (১৯ অক্টোবর) অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক সরকারি নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে হবে।
নোটিশে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান বা অফিস থেকে বের হওয়ার আগে রুমের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান এবং কম্পিউটার বন্ধ করতে হবে। পাশাপাশি এসি’র প্লাগ বিচ্ছিন্ন করা নিশ্চিত করতে হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে এসব বিষয় যাচাই করে সতর্কতামূলক ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: কালো কাপড় বেঁধে পদযাত্রা, শিক্ষকদের নতুন কর্মসূচি
এই নির্দেশনা দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।
মাউশি মনে করছে, এই সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করলে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে আগুন লাগার সম্ভাবনা অনেকাংশে কমানো সম্ভব।
চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৪ অক্টোবর, রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হন।
১৬ অক্টোবর, চট্টগ্রামের ইপিজেড এলাকার তোয়ালে কারখানায় আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা সময় লাগে।
সর্বশেষ, ১৮ অক্টোবর, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে, যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে ২৭ ঘণ্টা সময় লাগে।
এই ভয়াবহ ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অগ্নি নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে মাউশি।
নিউজবাংলাদেশ.কম/পলি