বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা আরও বাড়ল

ছবি: সংগৃহীত
সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়িয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্র অনুযায়ী, আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে। এরপর ১ জুলাই ২০২৬ থেকে পূর্বের ৭.৫ শতাংশের উপরে আরও ৭.৫ শতাংশ যুক্ত হবে, অর্থাৎ মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হবে (সর্বনিম্ন ২,০০০ টাকা)।
পরিপত্রে উল্লেখিত শর্তসমূহ হলো:
(গ) বর্ণিত বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীগণ কোন বকেয়া প্রাপ্য হবেন না।
(ঘ) ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।
আরও পড়ুন: আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ৬ শিক্ষক
(ঙ) এ ভাতা সংক্রান্ত বায়ে ভবিষ্যৎ কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।
(চ) প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে জি.ও-এর ৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি