হেলিকপ্টার ও নিম্ন-আকাশ প্রযুক্তির প্রদর্শনী থিয়েনচিন এক্সপোয়

ছবি: ইন্টারনেট
চীনের উত্তরের শহর থিয়েনচিনে শুরু হয়েছে সপ্তম চায়না হেলিকপ্টার এক্সপো। হেলিকপ্টার, ড্রোন ও নতুন প্রজন্মের নিম্ন-আকাশ প্রযুক্তির নানা উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে সেখানে।
চার দিনের এই প্রদর্শনী শুরু হয়েছে বৃহস্পতিবার। চীনের হেলিকপ্টার ও ড্রোন শিল্পের আধুনিক গবেষণা ও উৎপাদন সক্ষমতার ঝলকানি তুলে ধরছে এটি।
এবারের এক্সপোয় ৩০টিরও বেশি নতুন প্রতিষ্ঠান প্রথমবারের মতো অংশ নিচ্ছে। প্রদর্শনী হলে সামরিক ও বেসামরিক হেলিকপ্টার সরাসরি দেখা যাচ্ছে, যা সাধারণ দর্শকদের টানছে বেশি।
অনেক স্টলকেই স্বচ্ছ কাচে সাজানো হয়েছে, যাতে দর্শনার্থীরা কাছ থেকে প্রযুক্তির কার্যপ্রণালী ও নকশা বুঝতে পারেন।
প্রদর্শনীতে বুদ্ধিমান উড্ডয়ন নিয়ন্ত্রণ, নতুন শক্তিচালিত প্রপালশন এবং নিম্ন-আকাশ সমন্বয় ব্যবস্থাসহ বিভিন্ন নতুন ধারণার বিমান ও ড্রোনের পরীক্ষামূলক সংস্করণ দেখানো হচ্ছে।
এক্সপোয় ড্রোন পরিষেবা অবকাঠামোও রয়েছে। বিশেষ করে পদ্ম আকৃতির ড্রোন গ্রাউন্ড স্টেশনটি সাড়া ফেলেছে বেশ। এখানে স্বয়ংক্রিয়ভাবে ড্রোনের ব্যাটারি ও যন্ত্রাংশ পরিবর্তনের ব্যবস্থা রয়েছে। সূত্র: সিএমজি বাংলা
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি