নাতির কাছে কায়দা শিখছেন মিশা সওদাগর

ছবি: সংগৃহীত
ঢালিউড সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর পর্দায় যতটা রুদ্ররূপে হাজির হন, বাস্তবে তিনি ততটাই নম্র ও মানবিক এক মানুষ। এবার নিজের নাতির সঙ্গে এক হৃদয়গ্রাহী মুহূর্ত শেয়ার করে নেটিজেনদের মন জয় করেছেন এই অভিনেতা।
সোমবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন মিশা সওদাগর। ছবিতে দেখা যায়—তিনি ছোট নাতি রাফসানের পাশে বসে আছেন, সামনে খোলা একটি আরবি বই। দেখে মনে হয়, দাদু যেন নাতিকে আরবি শেখাচ্ছেন। কিন্তু বাস্তবতা তার উল্টো।
ছবির ক্যাপশনে মিশা লেখেন, “চোখ যা দেখে, সব সময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই ভাববে আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হলো, আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে! এটা সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।”
ছবিটি পোস্ট করার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অসংখ্য ভক্ত-অনুরাগী কমেন্টে লেখেন, “এটাই আসল শিক্ষা,” “মিশা ভাই শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও অনুপ্রেরণা।”
সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন এই খলনায়ক। গত ১৫ মে যুক্তরাষ্ট্রে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
আরও পড়ুন: সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, স্ত্রী সামিরাসহ আসামি ১১
২০১৬ সালে সাফি উদ্দিন সাফির পরিচালনায় ‘মিসড কল’ সিনেমার শুটিংয়ের সময় নাচের দৃশ্যে অংশ নিতে গিয়ে তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। পরে চিকিৎসা নিয়ে অভিনয়ে ফিরলেও, একই জায়গায় আবার আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি