News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫২, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১০:৫৩, ২২ অক্টোবর ২০২৫

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে, সিদ্ধান্ত সরকারের: চিফ প্রসিকিউটর

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে, সিদ্ধান্ত সরকারের: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিন মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাদের কোন জেলে বা সাব-জেলে রাখা হবে, সে সিদ্ধান্ত নেবে সরকার বা যথাযথ কারা কর্তৃপক্ষ।

বুধবার (২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান।

তিনি বলেন, “সেনা কর্মকর্তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে তারা এখন কারা কর্তৃপক্ষের অধীনে। কোন জেলে বা সাব-জেলে রাখা হবে, সেটা নির্ধারণ করবে সরকার বা সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ।”

চিফ প্রসিকিউটর আরও বলেন, “আদালতের দায়িত্ব হচ্ছে আসামিদের কাস্টডিতে পাঠানো। এরপর কাস্টডি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তরের। কারা কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে—কোন কারাগারে রাখা হবে বা কীভাবে আদালতে হাজির করা হবে।”

আরও পড়ুন: ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সাবেক–বর্তমান সেনা কর্মকর্তাদের

এর আগে, একই দিন সকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পৃথক তিন মামলায় বর্তমান ও সাবেক ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়