নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮

ছবি: সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের সময়ই এ বিস্ফোরণ ঘটে।
বুধবার (২২ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ড -এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বরাতে প্রতিবেদনে জানায়, দেশের দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে ট্যাঙ্কারটি উল্টে গেলে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর আশপাশের মানুষ ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহে ছুটে আসে। কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও জানান, নিহতদের বেশিরভাগই তেল সংগ্রহে আসা স্থানীয় বাসিন্দা।
অন্যদিকে, ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু বলেন, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে এবং দুর্ঘটনার কারণে ব্যস্ত মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ‘গোমূত্র দিয়ে’ নারীদের নামাজ পড়ার স্থান পবিত্র করলেন বিজেপি এমপি!
উল্লেখ্য, নাইজেরিয়ায় প্রায়ই জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাস্তাঘাটের বেহাল অবস্থা ও খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনই এর প্রধান কারণ।
নিউজবাংলাদেশ.কম/এসবি