News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৫, ২২ অক্টোবর ২০২৫

জুলাই সনদ সবাই মেনেছে, এখন চাই বাস্তবায়ন: রিজভী

জুলাই সনদ সবাই মেনেছে, এখন চাই বাস্তবায়ন: রিজভী

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এতে থাকা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি।’

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রিজভী বলেন, দেশের সর্বক্ষেত্রে চরমভাবে দলীয়করণ হয়েছে। এর ফলে প্রশাসনের উচ্চপর্যায়ের অনেক কর্মকর্তাকেও দেশ ছেড়ে পালাতে হয়েছে। ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো ভেবেছিলেন তাদের জমিদারি চিরস্থায়ী থাকবে, কিন্তু ৫ আগস্টের পর থেকেই অনেকের মানসিকতা বদলাতে শুরু করেছে, মন্তব্য করেন তিনি।

তবে তিনি স্বীকার করেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বস্তিদায়ক নয়।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার কথা উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএনপি সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে’— বলেন তিনি।

আরও পড়ুন: বিএনপির যুগ্ম-মহাসচিব হলেন হুমায়ুন কবির

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, আইনের শাসন কখনোই দলীয়করণ করা হবে না। প্রধানমন্ত্রীর স্থায়ীত্বকাল ১০ বছর নির্ধারণের বিষয়টিও তারেক রহমানের বক্তব্যে এসেছে।

তিনি আরও বলেন, আমাদের সুস্থ ও সাবলীল রাজনৈতিক যাত্রায় বহু বাধা আসছে, নানা ষড়যন্ত্র চলছে। বর্তমান সরকারে যদি দলীয় লোকজন থেকে যায়, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের সরিয়ে দিতেই হবে।

রিজভী আশা প্রকাশ করেন, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিএনপিও ন্যায্য বিচার চায়। ‘যারা অপরাধ করেছেন, তাদের শাস্তি হোক যথাযথ আইনের মাধ্যমে। ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন, তাদের রেখে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’— মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদে থাকা অঙ্গীকারগুলো জাতির জন্য এক নতুন সূচনার প্রতিশ্রুতি বহন করে। সবাই সেটি মেনে নিয়েছে, এখন প্রয়োজন দ্রুত বাস্তবায়ন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়