News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৫, ১৯ অক্টোবর ২০২৫

ইরানে আগ্নেয়গিরি জেগে ওঠার সতর্ক সংকেত, বিপদের আশঙ্কা

ইরানে আগ্নেয়গিরি জেগে ওঠার সতর্ক সংকেত, বিপদের আশঙ্কা

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় সাত লাখ বছর নিস্তেজ থাকার পর ফের সক্রিয় হওয়ার জোরালো ইঙ্গিত দিচ্ছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত তাফতান আগ্নেয়গিরি। এর আশেপাশে বসবাসকারী স্থানীয়দের ওপর ইতোমধ্যেই নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, আগ্নেয়গিরি থেকে নির্গত সালফারের দুর্গন্ধের কারণে অনেকে অ্যালার্জি ও শ্বাসকষ্টে ভুগছেন এবং কিছু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি করেছে।

স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের সিনিয়র লেখক ও আগ্নেয়গিরিবিদ পাবলো গঞ্জালেজ সতর্ক করে বলেছেন, তাফতান আগ্নেয়গিরি এখন নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন। এর আগে এটি কখনও মানুষের জন্য ঝুঁকিপূর্ণ মনে করা হয়নি। তিনি উল্লেখ করেন, আগ্নেয়গিরিটি এখন ঘুমন্ত অবস্থায় আছে, তবে ভবিষ্যতে তা বিস্ফোরিত হতে পারে—শান্তভাবেই বা জটিলভাবে। তবে তাত্ক্ষণিক বিস্ফোরণের আশঙ্কা নেই।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষ রাস্তায়

লাইভ সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত তাফতানের চূড়ার কাছাকাছি অংশের ভূমি প্রায় ৯ সেন্টিমিটার উপরে উঠেছে। এই ভূমি উত্থানের ফলে আগ্নেয়গিরির গভীরে ম্যাগমা ও গ্যাসের চাপ তৈরি হচ্ছে, যা সুপ্ত আগ্নেয়গিরির জেগে ওঠার প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়