হানিমুনে শবনম ফারিয়া, নতুন ছবিতে ফের বিতর্ক

শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে স্বামী তানজিম তৈয়বের সঙ্গে হানিমুনে মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণে রয়েছেন। চলতি মাসের শুরুতেই তারা এই সফরে বের হন। তবে এখন পর্যন্ত স্বামীর সঙ্গে কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেননি ফারিয়া।
সম্প্রতি মালদ্বীপে ডলফিন ক্রুজে অংশ নেওয়ার সময় সাগরের ধারে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি।
ছবির ক্যাপশনে লেখেন, “আমি একেবারেই ঠান্ডা ছিলাম। কিন্তু ভেতরে ভেতরে জীবনের প্রতিটি পছন্দ নিয়ে প্রশ্ন তুলছিলাম, যার কারণে আমি সকাল ৬টায় ডলফিন ক্রুজের জন্য ঘুম থেকে উঠেছিলাম... তারপর প্রায় ডজনখানেক তাদের দেখলাম এবং তাৎক্ষণিকভাবে সব মাফ করে দিলাম।”
ছবিটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। কেউ প্রশংসা করলেও অনেকে পোশাক ও ভঙ্গি নিয়ে সমালোচনা করছেন। এর আগে শ্রীলঙ্কার গলে শহরে ‘হাফপ্যান্ট’ পরা একটি ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন ফারিয়া। মালদ্বীপের নতুন ছবিটিও সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
বিভিন্ন নেটিজেন মন্তব্য করেছেন, ধর্মীয় রীতিতে বিয়ের পর এমন পোশাক ও ভঙ্গিতে ছবি দেওয়া কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন তোলা যায়। কেউ একে ‘নাটকীয়তা’ বলেছেন, কেউবা মন্তব্য করেছেন, “সবই ভিউয়ের খেলা।”
আরও পড়ুন: একদিনে প্রকাশ পেল সাইফুল বারীর কথায় দুই গান
গত ১৯ সেপ্টেম্বর শবনম ফারিয়া দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী তানজিম তৈয়ব একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
নিউজবাংলাদেশ.কম/এসবি