আরও পেছালো খালেদা জিয়ার লন্ডনযাত্রা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সময়সূচি আবারও পিছিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় এ যাত্রা তৃতীয় দফায় স্থগিত হলো।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যেকোনো দিনই উনাকে নেওয়া হবে। নতুন তারিখ এখনই বলা যাচ্ছে না।”
বিএনপির একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরেই একই রকম রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি তার স্বাস্থ্য ফ্লাই করার জন্য উপযোগী কি না, সেটিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
বিএনপির একটি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সময়সূচি পরিবর্তন করে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার সকালে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে যাত্রা আটকে যায়। পরে জানানো হয়, সব ঠিক থাকলে শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় নামতে পারে এবং শারীরিক অবস্থা অনুকূল হলে রোববার তার যাত্রা সম্ভব হতে পারে।
আরও পড়ুন: খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিমান ছাড়ার সময় সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।
নিউজবাংলাদেশ.কম/এসবি








