হলিউডের ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল নেটফ্লিক্স
ছবি: সংগৃহীত
হলিউডের জনপ্রিয় প্রোডাকশন হাউস ওয়ার্নার ব্রাদার্সকে ৭২ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে কিনে নিচ্ছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।
শুক্রবার (৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে চুক্তির তথ্য জানিয়েছে সংস্থাটি।
বেশ কিছুদিন ধরেই ওয়ার্নার ব্রাদার্স বিক্রির গুঞ্জন ছিল। কমকাস্ট, প্যারামাউন্ট ও স্কাইডান্সকে পেছনে ফেলে আলোচনায় এগিয়ে আসে নেটফ্লিক্স। বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি বিনোদন বাজারে বড় ধরনের পরিবর্তন আনবে।
দীর্ঘদিন ধরে ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে তৈরি হয়েছে ‘হ্যারি পটার’ ও ‘গেম অফ থ্রোনস’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ। নেটফ্লিক্সের হাতে গেলে বৈশ্বিক বাজারে কনটেন্ট সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে।
নেটফ্লিক্সের মুখপাত্র টেড সারানডোস বলেন, “চুক্তির ফলে দেশ-বিদেশের দর্শকদের কাছে আরও বৈচিত্র্যময় কনটেন্ট পৌঁছানো সম্ভব হবে।” তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, প্রতিযোগী সংস্থার সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতা আরও জোরদার হতে পারে।
দর্শকদের আশা, নেটফ্লিক্সের অধীনে নতুন ধরনের সিরিজ ও চলচ্চিত্র পাওয়ার সুযোগ আরও বাড়বে।
আরও পড়ুন: কাবিশের ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট স্থগিত
উল্লেখ্য, ১৯২৩ সালে যাত্রা শুরু করা ওয়ার্নার ব্রাদার্স ২০২২ সালে নতুন রূপে আত্মপ্রকাশ করে। বর্তমানে এর অধীনে রয়েছে ওয়ার্নার ব্রস স্টুডিও, এইচবিও, ডিসি এন্টারটেইনমেন্ট এবং স্ট্রিমিং সার্ভিস ম্যাক্স।
নিউজবাংলাদেশ.কম/এসবি








