কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মর্যাদা প্রজ্ঞাপন স্থগিত
ছবি: সংগৃহীত
কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার।
শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রুপ ক্যাপ্টেন নুর-ই-আলম জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, আগামী রবিবার (২৬ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে, ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছিল। তবে বিমানবন্দরটির প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবনের নির্মাণকাজ এখনো সম্পূর্ণ হয়নি।
আরও পড়ুন: সেন্টমার্টিনে রাতযাপন-নিষেধসহ পরিবেশবান্ধব ১২ নতুন নির্দেশনা
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগের ইতিহাস আরও আগেও রয়েছে। আগস্ট ২০২১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেছিলেন। সম্প্রসারিত রানওয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এটি দেশের দীর্ঘতম রানওয়ে হিসেবে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য অপরিহার্য একটি অবকাঠামো।
এই মাসে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণাও দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি জানিয়েছিলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর প্রথমে একটি আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে যাত্রা শুরু করবে এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও ফ্লাইট যুক্ত করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে কক্সবাজার–ঢাকা–কলকাতা–কক্সবাজার রুটে সপ্তাহে একটি ফ্লাইট চালানোর পরিকল্পনা ছিল। পরবর্তীতে যাত্রী চাহিদা অনুযায়ী ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করার চিন্তাভাবনা করা হয়েছিল।
তবে সব প্রস্তুতির মধ্যেও সরকার আপাতত কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এই পদক্ষেপের ফলে আগামী রবিবার প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রক্রিয়া স্থগিত থাকবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








