কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৪ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্কনীতি নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন।
ট্রাম্প লেখেন, “কানাডার জঘন্য আচরণের কারণে তাদের সঙ্গে সব বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।”
এই ঘোষণার আগে ট্রাম্প কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেন। তবে ইউএসএমসিএ (USMCA)—মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির আওতাভুক্ত পণ্যের জন্য তিনি ছাড়ের অনুমতি দেন।
আরও পড়ুন: ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এসি বাসে আগুন, নিহত ২০
এ ছাড়াও, ট্রাম্প কানাডার কিছু খাতনির্ভর পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন—যার মধ্যে ধাতুর ওপর ৫০ শতাংশ এবং অটোমোবাইলের ওপর ২৫ শতাংশ শুল্ক রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








