News Bangladesh

লালমনিরহাট সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৫, ২৪ অক্টোবর ২০২৫
আপডেট: ১০:২৫, ২৪ অক্টোবর ২০২৫

কালীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কালীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলার মুখপাত্র সদস্য রাশেদুল ইসলাম রাশেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপি'র জনসভায় জেলা বিএনপি'র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের হাতে ফুল দিয়ে তারা এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন।

বিএনপি'র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভার আয়োজন করে কালীগঞ্জ উপজেলা বিএনপি। এই জনসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সনাতন ধর্মালম্বী শতাধিক আওয়ামী লীগের সমর্থকও বিএনপিতে যোগদান করেন। জনসভার প্রধান অতিথি জেলা বিএনপি'র সহ-সভাপতি ও লালমনিরহাট-২ আসনের মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন বাবুলের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

আরও পড়ুন: এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর গুজব

উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সামছুজ্জামান সবুজ, আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক এইচএম ইদ্রীস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহারিয়ার আলম রনি, কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম মিঠু, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিনুর রহমান মতিন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়