ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এসি বাসে আগুন, নিহত ২০
ছবি: সংগৃহীত
ভারতের অন্ধ্র প্রদেশের কুরনুল জেলায় জাতীয় মহাসড়ক–৪৪-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বহু যাত্রী দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে কুরনুল জেলার চিন্নাটেকুরু গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস -এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশের বরাতে প্রতিবেদনে জানায়, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদগামী কাভেরী ট্রাভেলসের একটি বেসরকারি বাস স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে আগুন ধরে যায়, যা মুহূর্তেই পুরো বাসে ছড়িয়ে পড়ে।
বাসটিতে প্রায় ৪২ জন যাত্রী ছিলেন। কয়েকজন জানালা ও জরুরি নির্গমন ভেঙে বের হতে সক্ষম হলেও বাকিরা আগুনে পুড়ে বা দম বন্ধ হয়ে মারা যান।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের কুরনুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবিরাম বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।
এদিকে, বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন, তাদের সন্ধানে তল্লাশি চলছে। দুর্ঘটনা তদন্তে একটি মামলা দায়ের করেছে পুলিশ। ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আরও পড়ুন: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন রাষ্ট্রদূত
সরকারি সফরে দুবাইয়ে অবস্থানরত মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দ্রুত উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেন এবং নিহতদের পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








