আফগানিস্তানে ৩.৭ মাত্রার ভূমিকম্প
ফাইল ছবি
ধারাবাহিক ভূমিকম্পে কেঁপে উঠছে আফগানিস্তান। এক মাসেরও কম সময়ের ব্যবধানে দেশটিতে আঘাত হেনেছে চতুর্থ ভূমিকম্প। সর্বশেষটি ছিল শুক্রবার ভোরে, যার মাত্রা ছিল ৩ দশমিক ৭।
শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৫টা ০৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস)।
এনসিএস-এর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮০ কিলোমিটার গভীরে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, গত মঙ্গলবার ভোরে আফগানিস্তানে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তারও আগে, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।
আরও পড়ুন: গাজায় খাদ্য সংকট এখনও ‘বিপর্যয়কর’: ডব্লিউএইচও
বিশেষজ্ঞদের ভাষায়, ১৭ অক্টোবরের ওই ভূমিকম্পটি ছিল এক মাসেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানে আঘাত হানা চতুর্থ ভূমিকম্প এবং ১২ ঘণ্টারও কম ব্যবধানে সংঘটিত দ্বিতীয়টি। ধারাবাহিক এসব ভূমিকম্প ভূগর্ভস্থ সক্রিয় ফল্ট লাইন বা ফাটল অঞ্চলের অস্থিরতার ইঙ্গিত বহন করছে বলে ধারণা করা হচ্ছে।
ভূকম্পবিদদের মতে, অগভীর ভূমিকম্প সাধারণত গভীর ভূমিকম্পের তুলনায় বেশি ক্ষতিকর। কারণ, অগভীর ভূকম্পনের তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছাতে কম দূরত্ব অতিক্রম করে, ফলে প্রভাব হয় অধিক তীব্র। এতে বেশি হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কাও থাকে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে যে ধারাবাহিক ভূমিকম্প দেখা দিচ্ছে, তা দেশটির উত্তরাঞ্চলজুড়ে সক্রিয় ফল্ট লাইনের ভূতাত্ত্বিক অস্থিরতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
সূত্র: ইকোনমিক টাইমস, ইউওন নিউজ
নিউজবাংলাদেশ.কম/পলি








