রাজধানীর বাজারে উঠছে শীতের সবজি, দাম এখনও চড়া
ছবি: সংগৃহীত
রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। তবে দাম এখনও সাধারণের নাগালের বাইরে। ব্যবসায়ীরা বলছেন, আগামী ২০–২৫ দিনের মধ্যে সবজির দাম কমে আসতে পারে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে টমেটো ও শিমের দাম সবচেয়ে বেশি — প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা। করলা ৮০, ঢ্যাঁড়শ ৬০, পটোল ৫০, মুলা ৬০ ও বেগুন ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে, এখন কেজিপ্রতি ১৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২০০ টাকা। ছোট আকারের ফুলকপি ও বাঁধাকপি মিলছে ৪০–৫০ টাকায়। ডিমের দামও কিছুটা কমেছে — লাল ডিম ডজনপ্রতি ১৩০ এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে আলুর দাম কেজিতে আরও ২ টাকা কমে হয়েছে ২০ টাকা। তবে পেঁয়াজের দাম অপরিবর্তিত থেকে কেজিপ্রতি ৭৫–৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে তেমন পরিবর্তন নেই। বোয়াল কেজিপ্রতি ৮০০–১০০০ টাকা, কোরাল ৮৫০–৯০০, রুই ৩০০–৪৫০, তেলাপিয়া ১৮০–২২০ এবং পাঙাশ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির বাজারেও স্থিতিশীল চড়া দাম— ব্রয়লার কেজিপ্রতি ১৭০ টাকা, সোনালি ২৮০–৩০০, লাল লেয়ার ৩২০ এবং দেশি মুরগি ৫৫০–৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: রেমিট্যান্সে সুবাতাস, অক্টোবরের ২২ দিনেই এলো ১৯২ কোটি ডলার
গরু ও খাসির মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস ৭৬০–৮০০ টাকা, খাসির ১২০০ এবং ছাগলের মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, শীতের সবজির সরবরাহ বাড়লে বাজারে দাম ধীরে ধীরে কমে আসবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








