News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৬, ২৫ অক্টোবর ২০২৫

পিসিবি’র গুরুত্বপূর্ণ দায়িত্বে শান মাসুদ

পিসিবি’র গুরুত্বপূর্ণ দায়িত্বে শান মাসুদ

ছবি: সংগৃহীত

পাকিস্তান দলের টেস্ট অধিনায়ক শান মাসুদ এবার দেশের আন্তর্জাতিক ক্রিকেট পরামর্শকের দায়িত্বও পেয়েছেন। 

শুক্রবার (২৪ অক্টোবর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

পিসিবি জানিয়েছে, এই পদটি নেতৃত্বমূলক দায়িত্বের মধ্যে পড়ে। এতে পাকিস্তান দলের ব্যবস্থাপনা, আন্তর্জাতিক টুর আয়োজন ও সম্পাদনা এবং খেলাধুলার তদারকি অন্তর্ভুক্ত থাকবে।

বর্তমানে শান মাসুদ পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক। সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ড্র করেছে তার দল। আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

নিয়োগের সময় পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই শান মাসুদকে আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়।

আরও পড়ুন: জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

এদিকে, সম্প্রতি পিসিবি যে ডিরেক্টর অফ ক্রিকেট পদে বিজ্ঞাপন দিয়েছিল, সেখানে এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্কে সাময়িকভাবে বরখাস্ত হওয়া উসমান ওহালাকে পুনর্বহাল করা হয়েছে। শান মাসুদকে নতুন পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করার পর ওহালাকে পিএসএল সংক্রান্ত দায়িত্বে স্থানান্তর করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়