জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে অংশ নিতে আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসবে ভারত। একই দিনে বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তান-মিয়ানমার ম্যাচও অনুষ্ঠিত হবে। এর আগে, ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
জানা গেছে, প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর রাতে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। মাঠে নামবেন বাংলাদেশ দলের নিয়মিত তারকা জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীসহ অন্যান্য খেলোয়াড়রা।
তবে এই ম্যাচ আয়োজন নিয়ে কিছুটা ভেন্যু-সংক্রান্ত শঙ্কা ছিল। কারণ একই সময়ে (৮–১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে ৩০টিরও বেশি দেশ অংশ নেবে।
বিষয়টি নিয়ে দুই ফেডারেশনের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, “এখনও ম্যাচের অনেক সময় বাকি। আমরা আর্চারি ফেডারেশনের সঙ্গে বসে একটি সুন্দর সমাধানের পথ খুঁজে নেব।”
আরও পড়ুন: সৌম্য ও সাইফের উদ্বোধনী জুটিতে অঘোষিত শতরানে বাংলাদেশ
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জানান, “আমরা জাতীয় স্টেডিয়ামেই এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। যদি সেদিন ফুটবল ম্যাচ থাকে, আমরা বিকেলের মধ্যে ইভেন্ট শেষ করে স্টেডিয়াম খালি করে দেব, যাতে বাফুফে রাতে ম্যাচ আয়োজন করতে পারে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








