সৌম্য ও সাইফের উদ্বোধনী জুটিতে অঘোষিত শতরানে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে জয়-পরাজয়ের সমতা থাকায় আজকের ম্যাচ ছিল সিরিজের ফল নির্ধারণী।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী মিরাজ।
বাংলাদেশের উদ্বোধনী জুটি সাইফ হাসান ও সৌম্য সরকার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নেমে দলকে শক্ত ভিত্তি প্রদান করেন। আগের দুই ম্যাচে যেভাবে মিরপুরের কালো পিচে রান তোলা কঠিন হয়ে পড়েছিল, আজ তৃতীয় ম্যাচে সেটি সম্পূর্ণ ভিন্ন চিত্র। পাওয়ার প্লের ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭৪ রান।
দুই ওপেনারের দৃঢ় ব্যাটিংয়ে পাওয়ার প্লের শেষে ম্যাচে এসেছে দৃঢ় ভিত্তি। সৌম্য সরকার ৪৮ বল খেলে ৫টি চার ও ৩টি ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন ৫৯ রানে, অপর পাশে সাইফ হাসান মাত্র ৪৪ বলে ৫৪ রানে ফিফটি তুলে নেন। এই জুটি ওয়ানডেতে বাংলাদেশের জন্য প্রথমবারের মতো মিরপুরে ১০ বছরের মধ্যে ১০০ রানের উদ্বোধনী জুটি গড়ে।
এরপরও রান বয়ে যায় ধারাবাহিক। ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১১৮ রান, কোনো উইকেট না হারিয়ে। ষোড়শ ওভারে দলের ইনিংস স্পর্শ করে তিন অঙ্ক। প্রথম পানি পানের বিরতিতে ১৮ ওভারে বাংলাদেশ ১২৩ রান সংগ্রহ করে।
আরও পড়ুন: কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি সাকিব
সৌম্য ও সাইফের এই শতরানের জুটি ২০১৫ সালের ১১ নভেম্বরের পর মিরপুরে সর্বোচ্চ উদ্বোধনী জুটি হিসেবে ধরা হয়। সেই বছর জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস গড়ে ১৪৭ রানের উদ্বোধনী জুটি।
বাংলাদেশের ওয়ানডে ক্যারিয়ারে এটি সৌম্যের ১৪তম ফিফটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ। সৌম্য সর্বশেষ ফিফটি করেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেই। সাইফের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি এসেছে মাত্র ৪৪ বলেই।
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটি প্রথমবারের মতো প্রথম উইকেটে শতরান এসেছে মার্চ ২০২৩-এর পর, যখন আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম ইকবাল ও লিটন কুমার দাস ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে। এই জুটি ছাড়া ৪৫ ইনিংসের মধ্যে শুরুর জুটি মাত্র সাতবার অর্ধশতক পূর্ণ করতে পেরেছে।
আগের দুই ম্যাচে ব্যাটসম্যানরা উইকেটে টিকে থাকা ও রান তোলা নিয়ে সমস্যায় পড়লেও আজ কিপচে ভিন্ন চিত্র দেখা যায়। সাইফের আগ্রাসী ব্যাটিং শুরু হয় প্রথম ওভারে আকিল হোসেনের দুই চারের মাধ্যমে। এরপর ছক্কায় ইনিংসের গতি বাড়ান তিনি। সৌম্যও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন এবং দ্রুত দলকে এগিয়ে নিয়ে যান।
শেষ পর্যন্ত ১৮ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১২৩ রানের ওপর, চারটি চার ও ছক্কা দিয়ে ৪৯ বলে অপরাজিত রয়েছেন সাইফ, ৫ চার ও ৩ ছক্কা মেরে ৫৯ বলে অপরাজিত রয়েছেন সৌম্য। এই জুটি বাংলাদেশের ওয়ানডে ওপেনিং ব্যাটিংয়ে নতুন আশার আলো দেখিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি