News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৩, ২১ অক্টোবর ২০২৫

ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ছবি: সংগৃহীত

ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা ৯ জন সিনিয়র সচিব ও সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

 সোমবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে দুজন সিনিয়র সচিব ও সাতজন সচিব রয়েছেন। সিনিয়র সচিব হলেন— মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান। আর সচিব পদে থাকা কর্মকর্তারা হলেন— মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮–এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ওই ধারায় উল্লেখ আছে, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। তবে এ জন্য রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।

অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অবসরকালীন সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন: আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট

সূত্র জানায়, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা সবাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তাদের ওএসডি করা হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়