নির্বাচিত সরকার গঠনের আগ পর্যন্ত ঋণের ষষ্ঠ কিস্তি দেবে না আইএমএফ

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) নির্বাচিত সরকার গঠনের আগে বাংলাদেশকে ঋণের ষষ্ঠ কিস্তি দিতে রাজি নয়।
ওয়াশিংটনে সম্প্রতি অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে এই বার্তা দেয় সংস্থাটি।
ষষ্ঠ কিস্তিতে প্রায় ৮০ কোটি ডলার পাওয়ার কথা থাকলেও, চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা ও নতুন সরকারের নীতিগত অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত অর্থ ছাড়ে অনিচ্ছা প্রকাশ করেছে আইএমএফ। গভর্নর ড. আহসান বলেন, “চলতি ডিসেম্বরেই কিস্তি ছাড় হওয়ার কথা থাকলেও নির্বাচনপূর্ব সময়ে আইএমএফ তা দিতে রাজি নয়। তবে আমাদের রিজার্ভ পরিস্থিতি ভালো, ডলার স্থিতিশীল। তাদের অর্থ ছাড়া দেশ চলবে।”
অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আইএমএফ যদি কঠোর শর্ত আরোপ করে, বাংলাদেশ তা মানবে না। এখন দেশ আগের মতো সংকটে নেই।”
বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে আইএমএফ শর্ত বাস্তবায়নের চাপ তৈরি করছে। নতুন সরকার গঠনের পর তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে ঋণ ছাড়তে চায় সংস্থাটি। এর আগে ২০০১ সালে এবং ২০২২ সালে নির্বাচনের আগে আইএমএফ অনুরূপ কৌশল ব্যবহার করেছিল।
ঋণের ষষ্ঠ কিস্তি বিষয়ক শর্ত পর্যালোচনায় ২৯ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসবে। দুই সপ্তাহ তারা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে এবং কেন্দ্রীয় কার্যালয়ে মূল্যায়ন প্রতিবেদন দাখিল করবে।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৭০–৮৫ শতাংশ
বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩,২১৪ কোটি ডলারে রয়েছে। রেমিট্যান্স ও রপ্তানিতে ইতিবাচক গতি থাকায় আমদানি ব্যয় নিয়ন্ত্রিত এবং চলতি হিসাবেও ঘাটতি নেই।
উল্লেখ্য, ২০২২ সালে বিশ্ব অর্থনৈতিক চাপে সরকার আইএমএফের কাছে সহায়তা চেয়ে ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন পায়, যা পরে ৫৫০ কোটি ডলারে উন্নীত হয়। ইতোমধ্যে পাঁচ কিস্তিতে ৩৬০ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।
নিউজবাংলাদেশ.কম/এসবি