চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার দাপুটে জয়

ছবি: সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে গোল ও নাটকীয়তায় ভরা এক ম্যাচে বড় জয়ের আনন্দে মাঠ ছেড়েছে বার্সেলোনা। ফের্মিন লোপেসের দুর্দান্ত হ্যাটট্রিকের সঙ্গে জোড়া গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড। আরেকটি গোল করেছেন লামিনে ইয়ামাল।
মঙ্গলবার (২১ অক্টোবর) ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৬–১ গোলে জয় পায় হান্সি ফ্লিকের দল।
শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় বার্সেলোনা। সপ্তম মিনিটে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন ফের্মিন লোপেস। ৩৮তম মিনিটে ১৭ বছর বয়সী দ্রো ফের্নান্দেসের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে ফিরে আসে গ্রিক ক্লাবটি। ৫০তম মিনিটে এল কাবি পেনাল্টি থেকে ব্যবধান কমান (২–১)। তবে চার মিনিট পরই ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন অলিম্পিয়াকোসের মিডফিল্ডার সান্তিয়াগো, ফলে দলটি নেমে যায় ১০ জনে।
৬৮তম মিনিটে ইয়ামাল সফল স্পট কিকে ব্যবধান বাড়ান। এরপর পরপর দুই মিনিটে দুইবার জালে বল পাঠিয়ে ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে দেন র্যাশফোর্ড ও লোপেস।
৭৪তম মিনিটে আলেহান্দ্রো বাল্দের পাস থেকে র্যাশফোর্ডের দারুণ শটে চতুর্থ গোল পায় বার্সা। দুই মিনিট পরই ডি-বক্সের মধ্যে হাফ-ভলিতে হ্যাটট্রিক পূরণ করেন লোপেস।
৭৯তম মিনিটে পেদ্রির বাড়ানো বলে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন র্যাশফোর্ড।
আরও পড়ুন: সুপার ওভারে ১ রানে হারলো বাংলাদেশ
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় খেলা র্যাশফোর্ডের এটি ছিল টুর্নামেন্টে চতুর্থ গোল। তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৬।
অন্যদিকে, টানা পরাজয়ে টেবিলের নিচে নেমে গেছে অলিম্পিয়াকোস।
নিউজবাংলাদেশ.কম/এসবি