News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৫, ৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:০৬, ৭ ডিসেম্বর ২০২৫

অনির্দিষ্টকালের জন্য মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধের ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধের ঘোষণা

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার ও সিন্ডিকেট প্রথা বিলোপসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি।

রবিবার (৭ ডিসেম্বর) থেকে দোকান বন্ধের এই কর্মসূচি শুরু হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। একইসঙ্গে দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় ঘেরাও কর্মসূচিও রয়েছে।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়ীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং বাড়তি কর ও জটিলতার কারণে গ্রাহকদের মোবাইলের দামও বেড়ে যাবে। এতে একটি বিশেষ গোষ্ঠীই কেবল লাভবান হবে বলে মনে করেন তারা।

এর আগে, ৩০ নভেম্বর সকাল ১০টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় দোকান বন্ধ রেখে মানববন্ধন করেন বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা।

আরও পড়ুন: ইলন মাস্কের এক্সকে ১৪০ মিলিয়ন ডলার জরিমানা

উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ নিরাপত্তা নিশ্চিত ও অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়