ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
ছবি: সংগৃহীত
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি দেওয়ার পর দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতীয় পেঁয়াজবোঝাই প্রথম ট্রাক দেশে প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
প্রথম দিন রকি ট্রেডার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৩০ টন পেঁয়াজ হিলি বন্দরে আসে। ভারতের মধ্যপ্রদেশসহ বিভিন্ন অঞ্চল থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়েছে। প্রতি টন পেঁয়াজ ২৪৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আমদানিকারকদের আশা, পেঁয়াজ আমদানি নিয়মিতভাবে চলতে থাকলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে।
আরও পড়ুন: আমদানির ঘোষণায় খাতুনগঞ্জে ১৩০ টাকার পেঁয়াজ ৯০ টাকা
দেশীয় কৃষকের স্বার্থ রক্ষায় পেঁয়াজ আমদানির অনুমতি স্থগিত থাকায় গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








