আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ‘পরশ’
ছবি: সংগৃহীত
ডিসেম্বর মানেই কুয়াশাচ্ছন্ন সকাল আর রাত হলেই তীব্র শীত। দেশের বিভিন্ন অঞ্চলে হিমেল বাতাসে জনজীবন ইতোমধ্যে থমকে পড়েছে। এরই মধ্যে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ‘পরশ’ ধেয়ে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে বিডব্লিউওটির এক ফেসবুক পোস্টে জানানো হয়, আসন্ন এই শৈত্যপ্রবাহে দেশের কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। রংপুর, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের কিছু এলাকায় শৈত্যপ্রবাহটি বেশি সক্রিয় থাকতে পারে।
বিডব্লিউওটি আরও জানায়, এই চার বিভাগের কয়েকটি জায়গায় সাময়িকভাবে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে। তবে দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ: ইসি
শৈত্যপ্রবাহ ‘পরশ’ কবে থেকে শুরু হবে এবং কোন এলাকায় কতটা প্রভাব ফেলবে, তা পরে বিস্তারিতভাবে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








