জাতীয় নির্বাচনে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ: ইসি
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সময় ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, অতীতে যান চলাচলে নিষেধাজ্ঞা যেমন ছিল ঠিক তেমনটাই বলবত থাকবে। ভোটের দিন ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলবে না ৭২ ঘণ্টা। তবে জরুরি সেবার যানবাহন এসব নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান ইসির প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।
তিনি জানান, তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠপর্যায় বৈঠক হবে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন, আর ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানো হবে।
আরও পড়ুন: নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে সরকার: প্রধান উপদেষ্টা
এ ছাড়া তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্যানার–পোস্টার সরাতে হবে, অন্যথায় আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








