News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৬, ৭ ডিসেম্বর ২০২৫

সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে ‘২৪ কোটি টাকার’ অনুসন্ধানে দুদক

সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে ‘২৪ কোটি টাকার’ অনুসন্ধানে দুদক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতির’ অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রবিবার সাংবাদিকদের বিষয়টি জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

দুদকের উপপরিচালক মামুনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলে আরও রয়েছেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক রোমান উদ্দিন।

তিনি বলেন, “আবদুল হামিদ ও অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখবিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নিকুঞ্জের লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে আবদুল হামিদের ডুপ্লেক্স বাড়ি রয়েছে। সে বাড়ি ঘিরে সাজসজ্জায় অর্থ ব্যয় নিয়ে সংবাদমাধ্যমে আসা একটি প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধানের উদ্যোগ নিল দুদক।

সংসদ নির্বাচন ও গণভোটের সময় বাড়ছে এক ঘণ্টা

দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা আবদুল হামিদের সঙ্গে তার তিন ছেলের নামও রয়েছে অনুসন্ধানের তালিকায়। তারা হলেন—সাবেক এমপি রেজওয়ান আহম্মেদ তৌফিক, রাসেল আহমেদ তুহিন ও রিয়াদ আহমেদ তুষার।

চলতি বছরের ২০ মার্চ দৈনিক যুগান্তরে ‘হামিদের সুখবিলাসে গচ্চা ২৪ কোটি টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সে প্রতিবেদনে বলা হয়, “লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে হামিদের তিন তলাবিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি। কর্নার প্লট হওয়ায় বাড়ির দুইদিক ফাঁকা। সামনের অংশে প্রবহমান খাল। দুপাশে হাঁটার (ওয়াকওয়ে) বাঁধানো রাস্তা। নান্দনিক ডিজাইনে তৈরি ডেক ও ঝুলন্ত ব্রিজ। দেশি-বিদেশি ফুল ও শৌখিন পাতাবাহারে সজ্জিত চারপাশ। এমনকি খালের পানিতেও ভাসছে পদ্মফুল। সারি সারি খেজুর গাছ লেকের পাড় ঘেঁষে। গাছের খাঁজে খাঁজে নিয়মিত রস সংগ্রহের চিহ্ন। খালসংলগ্ন রাস্তা আলোকিত করতেও রয়েছে বিশেষ ব্যবস্থা। কিছুদূর পরপর বসানো হয়েছে অত্যাধুনিক ল্যাম্প পোস্ট।”

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়