সংসদ নির্বাচন ও গণভোটের সময় বাড়ছে এক ঘণ্টা
ছবি: সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
রবিবার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভা শেষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
ভোটগ্রহণের সময় বাড়ানো প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, দ্বিতীয় সপ্তাহে তফসিল হবে। দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করব ইনশাআল্লাহ। নির্বাচনের আগের রাতে ব্যালট যাবে।
আরও পড়ুন: চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ
ইসি সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর আমরা রাজনৈতিক দলগুলোকে ৪৮ ঘণ্টা সময় দেব পোস্টার সরানোর জন্য। না সরালে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে বলেও জানান ইসি সানাউল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঐতিহাসিক’ গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এই দুই ভোট আয়োজন সফল করতে সংস্থাটি একটি বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








