News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৩, ৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:১৩, ৭ ডিসেম্বর ২০২৫

চলতি সপ্তাহেই  নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ 

চলতি সপ্তাহেই  নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে প্রচার করা হবে। এজন্য বিটিভিকে ভাষণ রেকর্ড করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে সভা অনুষ্ঠিত হবে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে।

ভোট প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ভোটের আগের রাতেই ব্যালট ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। প্রবাসী ভোটারদের জন্য সোমবার থেকে ব্যালট ছাপানোও শুরু হচ্ছে।

এছাড়া নির্বাচন পরিচালনায় সরকারি, আধা সরকারি ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে- বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের আপাতত ভোটের কাজে নেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় বুনন শিল্প মনোনীত টাঙ্গাইল শাড়ি

ভোটের দিন সাধারণ ছুটি থাকবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ব্যাংক ও পোস্ট অফিস ইসির প্রয়োজন অনুযায়ী খোলা রাখা হবে। তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ কোনো নতুন প্রকল্প অনুমোদন করতে পারবে না। উপদেষ্টা পরিষদের কোনো সদস্য নিজ পদে বহাল থেকে নির্বাচনেও অংশ নিতে পারবে না; আইন যাদের অনুমতি দেয় কেবল তারাই অংশ নিতে পারবেন।

নির্বাচনী পোস্টার নিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর পোস্টার সরাতে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ে না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়