নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে ঘটে যাওয়া বাকবিতণ্ডার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাওয়ার পর নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তিনি হাসপাতাল পরিচালকের কাছে শোকজের জবাব জমা দেন।
ধনদেব চন্দ্র বর্মণ বলেন, ‘শোকজের চিঠি হাতে পাওয়ার পর আজই জবাব দিয়েছি। ডিজি স্যার বয়স্ক মানুষ, তার সঙ্গে আমার আচরণ ঠিক হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছি।’
এর আগে শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনে আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসেন ডিজি আবু জাফর। সেমিনারে যাওয়ার আগে তিনি হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শন করেন। কক্ষে টেবিল থাকার কারণ জানতে চাইলে ধনদেব চন্দ্র বর্মণের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
ঘটনার পর ধনদেবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়।
আরও পড়ুন: ৮ কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন নিশি
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ আগস্ট থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন ধনদেব চন্দ্র বর্মণ। চলতি বছরের জুলাইয়ে তিনি আবাসিক সার্জন থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








