News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৪, ৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৬:০১, ৭ ডিসেম্বর ২০২৫

৮ কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন নিশি

৮ কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন নিশি

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানাকে বস্তায় ভরে পানিতে ফেলে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার নিশি আক্তার (৩৮) জামিন পেয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালত–২-এর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার আদালত নিশির জামিন আবেদন নামঞ্জুর করে দুই বছরের শিশুসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

নিশির স্বামী ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, ‘আমার দুই বছরের ছেলেটাকে মায়ের সঙ্গে কারাগারে থাকতে হয়েছে। আমরা আগেই জামিন আবেদন করলেও শুনানি হয়নি। আজ শুনানি শেষে জামিন পেলাম।’

ঘটনার সূত্রপাত গত সোমবার সকালে। ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সরকারি বাসার আঙিনায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। পরে সকালে ওই কুকুরটিকে পরিষদ চত্বরে ছুটোছুটি করতে দেখা যায়। একপর্যায়ে পাশের একটি পুকুর থেকে ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে জামায়াতে ইসলামী হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

ঘটনার পর নিশি আক্তারের বিরুদ্ধে ছানাগুলোকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যার অভিযোগ ওঠে। মঙ্গলবার রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। একই রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাকে কারাগারে পাঠান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়