News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৬, ৭ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জে জামায়াতে ইসলামী হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে জামায়াতে ইসলামী হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নয়জন নেতাকর্মী সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা যৌথভাবে এই সিদ্ধান্ত জানালে স্থানীয় এলাকায় তাৎক্ষণিকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে হিন্দু শাখার পদত্যাগী সদস্যদের পক্ষে লিখিত বিবৃতি পাঠ করেন ওয়ার্ড কমিটির সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু। 

তিনি জানান, পারিবারিক ও সামাজিক নানা কারণে সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ মোট ৯ সদস্য সংগঠনের পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন।

আরও পড়ুন: গাইবান্ধায় ছাত্রলীগ কর্মীর অস্ত্রের আঘাতে জামায়াত নেতা আহত

পদত্যাগের ঘোষণা দেওয়া ব্যক্তিরা হলেন মনজ মল্লিক ওরফে ঝন্টু (সভাপতি), বিমল বালা (সহসভাপতি), নারায়ণ হালদার (উপদেষ্টা), দুলাল মল্লিক (সদস্য), সবুজ মল্লিক (সদস্য), সুভাষ মধু (সদস্য), প্রকাশ সরকার (সদস্য), প্রদীপ ঢালী (সদস্য), শিশির মল্লিক (সদস্য)।

মনজ মল্লিক লিখিত বক্তব্যে বলেন, আজ (শনিবার) থেকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পদ ও সব ধরনের কার্যক্রম থেকে পদত্যাগ করছি।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ জানান, কিছুদিন আগে কমিটি গঠিত হয়েছিল। তবে তারা পদত্যাগ করেছেন কিনা—এ বিষয়ে আমি অবগত নই।

হিন্দু শাখার সদ্য ঘোষিত কমিটির নয়জন সদস্যের একযোগে পদত্যাগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়