News Bangladesh

গাইবান্ধা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৭, ৬ ডিসেম্বর ২০২৫

গাইবান্ধায় ছাত্রলীগ কর্মীর অস্ত্রের আঘাতে জামায়াত নেতা আহত

গাইবান্ধায় ছাত্রলীগ কর্মীর অস্ত্রের আঘাতে জামায়াত নেতা আহত

ছবি: নিউজবাংলাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে আপেল মাহমুদ (৩৫) নামে এক জামায়াত নেতাকে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ কর্মী হাসান মিয়ার বিরুদ্ধে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আপেল মাহমুদ পৌরসভার বাড়াইপাড়ার বাসিন্দা এবং পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক। 

অভিযুক্ত হাসান মিয়ার বাড়ি একই পৌরসভার গোয়ালপাড়া গ্রামে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের বাজার শেষ করে বাড়ি ফেরার পথে গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে হাসান মিয়া হঠাৎ চাইনিজ কুড়াল হাতে আপেল মাহমুদের ওপর হামলা চালান। একপর্যায়ে বাম হাতে কুড়ালের আঘাত লাগলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

টঙ্গীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। খোঁজখবর রাখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়