News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৪, ৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:২৫, ৬ ডিসেম্বর ২০২৫

টঙ্গীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

টঙ্গীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক বিদ্যুৎ কর্মকর্তা।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিআরটি প্রকল্পের উড়ালসড়কের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় ঘটে এ ঘটনা।

নিহত সিদ্দিকুর রহমান (৫৭) বরিশালের বাবুগঞ্জ থানার মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিদ্দিকুর রহমান ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন। সকালে অফিসে যোগ দিতে বাসা থেকে বের হয়ে বিআরটি উড়ালসড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

টঙ্গী পূর্ব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়