News Bangladesh

কৃষি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ৬ ডিসেম্বর ২০২৫

ভুট্টা চাষে সফল কাপ্তাইয়ের জয়নাল আবেদীন

ভুট্টা চাষে সফল কাপ্তাইয়ের জয়নাল আবেদীন

ছবি: সংগৃহীত

চাকরির পেছনে না ছুটে অনেক তরুণ-যুবক এখন কৃষিতে উদ্যোক্তা হওয়ার দিকে ঝুঁকছেন। পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে তাদের মধ্যে অনেকেই সফলতার মুখ দেখছেন। এমনই একজন রাঙামাটির কাপ্তাইয়ের কৃষক জয়নাল আবেদীন। তিনি নিজস্ব জমিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষ করে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের সহায়তায় ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রেশমবাগান ব্লকের বারঘোনিয়া তঞ্চঙ্গ্যা পাড়ায় ৩৩ শতক জমিতে ভুট্টা চাষ করেন তিনি। উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে জমিতে সাথী ফসল হিসেবে লালশাক, ফরাস শিম ও টমেটোও চাষ করেছেন।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষক জয়নাল আবেদীন জানান, চলতি বোরো মৌসুমে উপজেলা কৃষি বিভাগ থেকে ভুট্টার বীজ ও সার সংগ্রহ করেন তিনি। কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শেই চাষাবাদের সব ধাপ সম্পন্ন করেন।

তিনি বলেন, “জমিতে এবার ভুট্টার ভালো ফলন হয়েছে। আগামী সপ্তাহেই বিক্রি করতে পারবো। প্রতি পিস ভুট্টা ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়।”

কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব জানান, রেশমবাগান তঞ্চঙ্গ্যা পাড়ায় কৃষক জয়নাল আবেদীন তাদের পরামর্শে হাইব্রিড ভুট্টা চাষ করে সফল হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একই প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলায় স্থাপিত চারটি ভুট্টা প্রদর্শনী প্লটের একটি দেওয়া হয়েছিল জয়নালকে। তার অভিজ্ঞতা ও পরিশ্রমের ফলেই প্রদর্শনী প্লটটি আশাব্যঞ্জক ফলন দেখাচ্ছে।

আরও পড়ুন: নেই সরকারি সহযোগিতা তবুও জৈন্তাপুরে সিমের বাম্পার ফলন 

তিনি আরও বলেন, জয়নালের সফলতা দেখে এলাকার আরও অনেক কৃষক ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়