News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২২, ৬ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশিসহ ৬০ জনকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

বাংলাদেশিসহ ৬০ জনকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

অবৈধভাবে কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ৬০ জন টেক-অ্যাওয়ে ডেলিভারি রাইডারকে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য সরকার। 

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, নভেম্বরে দেশব্যাপী পরিচালিত এক সাঁড়াশি অভিযানে ১৭১ জন রাইডারকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৬০ জনকে নিজে দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

সীমান্ত নিরাপত্তা মন্ত্রী অ্যালেক্স নরিসের বরাতে বিবিসি জানিয়েছেন, যদি আপনি এই দেশে অবৈধভাবে কাজ করেন, তবে আপনাকে গ্রেপ্তার করা হবে এবং অপসারণ করা হবে। ডেলিভারি সেক্টরে অবৈধ কাজ বন্ধ করতে আমরা আরও আইন কঠোর করছি, যাতে এই অপরাধমূলক কার্যকলাপের মূলোৎপাটন করা যায়।

আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

স্বরাষ্ট্র দপ্তর গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিষয়ে উল্লেখ করেছে, সোলিহুলে একটি রেস্তোরাঁ থেকে দুই চীনা নাগরিক, পূর্ব লন্ডনের নিউহ্যামে বাংলাদেশি ও ভারতীয় জাতীয়তার চারজন রাইডার এবং নরউইচে ভারতীয় জাতীয়তার তিনজন রাইডারকে গ্রেপ্তার করা হয়।

সরকার জানিয়েছে, সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোর মাধ্যমে বৈধ কর্মীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে অবৈধভাবে কাজ চলছিল। এই সমস্যা সমাধানে ডেলিভারু, জাস্ট ইট এবং উবার ইটসের মতো কোম্পানিগুলো এখন ফেসিয়াল চেকিং (মুখ শনাক্তকরণ) বাড়িয়েছে, যাতে অ্যাকাউন্ট ব্যবহারকারীর সঙ্গে রাইডারের চেহারা মিলে যায়।

এদিকে, গত বছর অবৈধভাবে কাজ করা অপরাধে মোট ৮ হাজার জনকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে, যা তার আগের বছরের তুলনায় ৬৩ শতাংশ বেশি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়