পাকিস্তানি সেনাদের হামলায় আফগানিস্তানে নিহত ৪
ছবি: সংগৃহীত
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের তীব্র গোলাগুলিতে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের বোলদাক বিভাগে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কাবুল।
শুক্রবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত এলাকায় হঠাৎ গুলি ও কামানের শব্দে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় দুই ঘণ্টা গোলাগুলি চলার পর পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর থেকেই টানটান উত্তেজনা বিরাজ করছে পাক-আফগান সীমান্তে। ওই মাসে ভয়াবহ সংঘর্ষে ২০০ -এর বেশি মানুষের মৃত্যু হয়। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংকট থামলেও উত্তেজনা আবার বাড়তে থাকে।
দুই দিন আগে সৌদি আরবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শান্তিচুক্তি নিয়ে আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। এর পরই আবার নতুন করে গোলাগুলির ঘটনা ঘটে।
কান্দাহার প্রদেশের বোলদাক বিভাগের গভর্নর চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে কে আগে গুলি করেছে -তা এখনো পরিষ্কার নয়। দুই দেশই একে-অপরকে দায়ী করছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাইদি দাবি করেন, চামান সীমান্তে বিনা উস্কানিতে প্রথম গুলি চালিয়েছে আফগান সেনারা।
আরও পড়ুন: ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প
অন্যদিকে আফগানিস্তানের কান্দাহার তথ্য বিভাগের প্রধান আলি মোহাম্মদ হাকমাল এএফপিকে বলেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী কামান দিয়ে হামলা চালিয়েছে এবং গোলা গিয়ে বেসামরিক নাগরিকদের বাড়িতে আঘাত হেনেছে।
তিনি আরও জানান, বর্তমানে দুই পক্ষই সংঘর্ষ থামাতে সম্মত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








