ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার নতুন শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
ফিফা জানিয়েছে, এই পুরস্কারের লক্ষ্য হলো ফুটবল বিশ্বজুড়ে শান্তি ও একতার প্রচার এবং মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলায় যারা ভূমিকা রাখেন, তাদের সম্মান জানানো।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অনুষ্ঠানে বলেন, “পৃথিবী যখন নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন মানুষকে আরও কাছে টেনে আনতে যারা কাজ করছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি
পুরস্কার গ্রহণের পর ট্রাম্প ধন্যবাদ জানিয়ে বলেন, “এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








