News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১০, ৯ নভেম্বর ২০২৫
আপডেট: ১৬:২৬, ৯ নভেম্বর ২০২৫

৫০ টাকা কেজি দরে আমন চাল কিনবে সরকার

৫০ টাকা কেজি দরে আমন চাল কিনবে সরকার

ছবি: সংগৃহীত

আসন্ন আমন মওসুমে গত বছরের তুলনায় কেজিতে সর্বোচ্চ ৩ টাকা দাম বাড়িয়ে ৭ লাখ টন শস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

সেদ্ধ চাল প্রতিকেজি ৫০ টাকা, আতপ ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা করে সংগ্রহ করা হবে। গত আমন মওসুমে ধান ৩৩ টাকা, সেদ্ধ চাল ৪৭ টাকা এবং আতপ চাল ৪৬ টাকা দরে সংগ্রহ করা হয়েছিল।

রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের ভাষ্য অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকার আমন মওসুমের ধানচাল সংগ্রহ করবে। এবার ৬ লাখ টন সেদ্ধ চাল, ৫০ হাজার টন আতপ চাল এবং ৫০ হাজার টন ধান সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে।

খাদ্য উপদেষ্টা বলেন, “সংগ্রহে কোন কার্পণ্য করা হবে না। কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য ধাপে ধাপে সংগ্রহ করা হবে। প্রয়োজনে ঘোষিত পরিমাণের অতিরিক্ত সংগ্রহ করা হবে। গত মওসুমেও কিছু সারপ্লাস সংগ্রহ করা হয়েছিল।
অনেক বাস্তবতার কারণে কৃষকের কথা বিবেচনা করে আমরা দাম কিছুটা বাড়িয়ে রাখছি।”

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়