News Bangladesh

কুড়িগ্রাম সংবাদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫

কু‌ড়িগ্রা‌মে নদ-নদীর পা‌নিতে তলিয়েছে নিচু এলাকার ফসলের ক্ষেত

কু‌ড়িগ্রা‌মে নদ-নদীর পা‌নিতে তলিয়েছে নিচু এলাকার ফসলের ক্ষেত

ছবি: নিউজবাংলাদেশ

উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীসার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃদ্ধি পাচ্ছে অন্যন্য নদীর পানিও। 

পানি বৃদ্ধিতে প্লাবিত হয়ে পড়েছে নদ-নদী অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। এতে তলিয়ে গেছে আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল। ফ‌লে ক্ষ‌তির মু‌খে পড়‌ছেন চরাঞ্চ‌লের কৃষকরা।

মঙ্গলবার (১৬ সে‌প্টেম্বর) সকাল ৯টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ‌্য ম‌তে দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার নাগেশ্বরী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কিছুটা হ্রাস পেয়ে বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামী দুই দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

কৃষকরা জানায়, পানি আরও বৃদ্ধি পেলে পানিতে তলিয়ে থাকা ধানসহ অন্য ফসলের ক্ষতি হবে। আর দ্রুত পানি নেমে গেলেও ক্ষ‌তিগ্রস্ত হ‌বেন তারা।

সদরের পাঁচগাছী ইউনিয়নে শুলকুর বাজার এলাকার কৃষক এরশাদ আলী বলেন, নদীর পা‌নি কখন বা‌ড়ে কখন ক‌মে কিছুই বু‌ঝি না। পা‌নি বাড়ার ফ‌লে আমার প্রায় দুই বিঘা জ‌মির আমন ক্ষেত পা‌নি‌তে ত‌লি‌য়ে গে‌ছে। 

আরও পড়ুন: বোরো-আমনে নতুন স্বপ্ন দেখছে লালমনিরহাটের কৃষক

কু‌ড়িগ্রাম পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী রা‌কিবুল হাসান ব‌লেন, আগামী দুইদিন তিস্তা,ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হারে বৃদ্ধি পেতে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদীর পা‌নি বিপদসীমা অতিক্রম করতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়