News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৫, ৪ নভেম্বর ২০২৫

ওজন কমানোর পরও শরীর নিয়ে লজ্জা পেতাম: সোনাক্ষী সিনহা

ওজন কমানোর পরও শরীর নিয়ে লজ্জা পেতাম: সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা। ছবি: সংগৃহীত

আসন্ন সিনেমা ‘জটাধারা’-এর মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এরই মাঝে এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন, ওজন কমানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বডি শেমিং নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সোনাক্ষী জানান, চলচ্চিত্রে যোগদানের আগে কঠোর পরিশ্রম করে তিনি প্রায় ৩০ কেজি ওজন কমিয়েছিলেন। কিন্তু এত পরিশ্রমের পরও বডি শেমারদের মন্তব্য থেকে রেহাই পাননি।

তিনি বলেন, “আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন ওজন কমাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। ৩০ কেজি কমিয়েছি, তবুও কেউ সন্তুষ্ট হয়নি। এখন ভাবি- সব চুলোয় যাক! যদি কেউ আমার কাজ না দেখে কেবল শরীর নিয়ে সমালোচনা করে, সেটি তাদেরই সমস্যা।”

অভিনেত্রী আরও বলেন, “ওজন কমানোর পরও আমি শরীর নিয়ে লজ্জা পেতাম। এমনকি ‘দাবাং’ ছবিতে ডেবিউ করার পরও লোকজন আমাকে নিয়ে উপহাস করেছে।”

আরও পড়ুন: কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নয়া মানুষ’

প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবিতে অভিষেক হয় সোনাক্ষীর। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং অভিনেত্রী হিসেবে সোনাক্ষী সিনহাকে পরিচিতি এনে দেয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়