‘অনাকাঙ্ক্ষিত’ যানজটে রাজধানী, ডিএমপির দুঃখপ্রকাশ
ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন স্থানে একযোগে বিভিন্ন সংগঠন ও গোষ্ঠীর কর্মসূচির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বিঘ্নিত হয়েছে। এর ফলে শহরের কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
রবিবার (০২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি শুরু করেছে। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে এবং জনমানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: ক্রসফায়ার ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ডিআইজি এহসান নিখোঁজ
ডিএমপি জানিয়েছে, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ, এবং স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের দাবিতে আন্দোলন ও সড়ক অবরোধ চলছে।
ডিসি তালেবুর রহমান আরও জানান, শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধি পাওয়ায় যে জনভোগান্তি তৈরি হয়েছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ডিএমপি সবাইকে যান চলাচল চলমান রাখার জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং অবরোধকারীদেরও আইন-শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করার জন্য সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








