News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১০, ৩১ অক্টোবর ২০২৫

আশুলিয়ায় নাট্য অভিনেতার বাড়ি থেকে অস্ত্র-মাদক উদ্ধার

আশুলিয়ায় নাট্য অভিনেতার বাড়ি থেকে অস্ত্র-মাদক উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় নাট্যজগতের একসময়কার আলোচিত অভিনেতা এ আর মন্টুর বাসভবনে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টু (২৪)-সহ চারজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে আশুলিয়ার গাজীরচট এলাকার মাটির মসজিদ সংলগ্ন মন্টুর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহলদল।

যৌথবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টু (২৪), মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মো. জাহিদুল আলম (২৪) এবং মাসুমা আক্তার রিয়া (২২/২৩)।

যৌথবাহিনী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে এলাকায় হঠাৎ কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবরের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিনেতা এ আর মন্টুর বাড়ি ঘিরে তল্লাশি চালায়।

অভিযানে উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড শটগান ও পিস্তলের কার্তুজ, ৪টি দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেট, গাঁজা, দেশীয় মদ এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলা : সামিরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা

যৌথবাহিনীর বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গাজীরচট এলাকায় অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী চক্র স্থানীয় সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ওই রাতেই টানা পাঁচ রাউন্ড গুলির শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা পরবর্তী অভিযানের সূত্রপাত ঘটায়।

একই রাতে আশুলিয়ার কামরাইল এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি বিদেশি পিস্তলসহ তিন যুবককে আটক করা হয়। ফলে মোট সাতজনকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার ওসি জানান, আটক সাতজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের গোলাগুলির শব্দে পুরো এলাকায় ভয় ও বিভ্রান্তির সৃষ্টি হয়। তারা দ্রুত সেনা টহলকে খবর দেন। কিছু সময়ের মধ্যেই যৌথবাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, এ আর মন্টু একসময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন এবং নাট্যাঙ্গনে তার পরিচিতি ছিল ব্যাপক। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি বিতর্কিত কর্মকাণ্ড ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় আলোচনায় ছিলেন। স্থানীয় সূত্রগুলো জানায়, তার পরিবারের সঙ্গে এলাকাবাসীর বিরোধও নতুন নয় এবং সম্প্রতি মাদক সংশ্লিষ্ট কিছু অভিযোগ নিয়েও আলোচনায় ছিলেন তিনি।

যৌথবাহিনীর কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক চারজনকে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা বলছেন, অভিনেতা এ আর মন্টুর পরিবারের সম্পৃক্ততা বা পৃষ্ঠপোষকতার বিষয়েও তদন্ত চলছে।

অভিযানের সময় এলাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে নিরাপত্তা জোরদার রাখতে পুরো গাজীরচট ও মাটির মসজিদ এলাকায় অতিরিক্ত টহল জারি রয়েছে বলে নিশ্চিত করেছে নিউজবাংলাদেশ ডটকম।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়