পরীমণির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত
চলতি বছরের শুরুতে ভার্চুয়াল যুদ্ধের মাধ্যমে আলোচনায় আসেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় মুখ পরীমণি ও বুবলী। বুবলীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর চিত্রনায়িকা অপু বিশ্বাস পরীমণিকে নিকটবর্তী করেন। এমনকি পরীকে নিজের ‘বোন’ হিসেবে সম্বোধন করেছেন। এর আগে পরীর ছেলের জন্মদিনেও অপু বিশ্বাস তাকে দামী উপহার দিয়েছেন। এই সব কিছুর পরিপ্রেক্ষিতে অনেকের ধারণা ছিল, সাম্প্রতিক সময়ে অপু-পরীর সম্পর্কের তাপমাত্রা কমে এসেছে।
গেল সেপ্টেম্বরে কুষ্টিয়ায় অনুষ্ঠিত বিএনপির এক অনুষ্ঠানে হাজির হওয়া এবং সেখানে বক্তব্য দেওয়ার কারণে পরীমণি অপু বিশ্বাসকে তীব্রভাবে কটাক্ষ করেন। তিনি অপুকে ‘পল্টিবাজ’ এবং ‘সুবিধাবাদী’ আখ্যা দেন।
কটাক্ষের পেছনে মূল কারণ ছিল অপু বিশ্বাসের রাজনৈতিক প্রেক্ষাপট; অপু আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং দুইবার দলের মনোনয়নও চেয়েছিলেন, কিন্তু পাননি। এই কারণে বিএনপির অনুষ্ঠানে অপুর উপস্থিতি নিয়ে বড় ধরনের বিতর্ক সৃষ্টি হয়।
পরীমণির মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, অপু-পরীর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এ প্রসঙ্গে পরীর ছেলের সর্বশেষ জন্মদিনেও অপুর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। অনুরাগীদের মনে প্রশ্ন জাগছিল—তাহলে কি দুই নায়িকার সম্পর্ক তলানিতে ঠেকেছে?
আরও পড়ুন: শাকিবের সিনেমায় একাধিক নায়িকা থাকলেই আপত্তি জান্নাতের
এই প্রশ্নের জবাব দিয়েছেন অপু বিশ্বাস। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সম্পর্কের কিছু নেই তো। সবাই আমার অনেক পছন্দের মানুষ। সেও আমার অনেক পছন্দের মানুষ। খুব সুইট একজন মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।
এতে স্পষ্ট হয়েছে, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তার দৃষ্টিকোণ থেকে কোনো অসন্তোষ বা বিরোধ নেই।
অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’-এ। ছবিতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক নিরব। এছাড়া এতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ।
সাম্প্রতিক সময়ে অপু-পরীর সম্পর্কের সব তত্ত্ব ও বিতর্কের পরও এই মন্তব্য স্পষ্ট করে দিয়েছে, যে ব্যক্তিগত স্তরে দুই নায়িকার মধ্যে কটুক্তি বা সমস্যা নেই। অনুরাগীরা আশা করতে পারেন, পারস্পরিক সমঝোতা ও পছন্দের বন্ধুত্ব ধরে রাখা সম্ভব হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








