News Bangladesh

জামালপুর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৫, ২৭ অক্টোবর ২০২৫

জামালপুরে কভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

জামালপুরে কভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত

জামালপুরে কভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কে দিগপাইত ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের মধ্যে তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, “জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে শিশুসহ আরও সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে আরও দুই নারীর মৃত্যু হয়।”

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৫৯ নেতার পদত্যাগ

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান ওসি। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে কভার্ড ভ্যানটি আটক করতে পারলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়